স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটে চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে শেখঘাট কুয়ারপাড়স্থ তার বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া।

পিযুষ কান্তি দে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ২০১৬ সালের একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিযুষ কান্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম