৬ রোহিঙ্গা নাগরিক কদমতলী বাস টার্মিনাল থেকে আটক

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

কদমতলী বাস টার্মিনাল থেকে ৬ রোহিঙ্গা নাগরিক আটক

কদমতলী বাস টার্মিনাল থেকে ৬ রোহিঙ্গা নাগরিক আটক

সোনালী সিলেট ডেস্ক :::  দক্ষিণ সুরমা থেকে ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমায় কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- মোঃ সেলিম (২৫), ইয়াছমিন আরা (১২), নুর কলিমা (১০), জুলেখা (২২), আছেফা (০৫ মাস) হাজেরা খাতুন (৪৫)। তারা প্রত্যেকেই মিয়ানমারারের আরকান রাজ্যের সাহেব বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ৬জন মায়ানমারের আরাকান রাজ্য হতে পালিয়ে বাংলাদেশে আসে। তাদের আত্মীয় শেখ আহমদ কক্সবাজারে কতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের সোমবার দুপুরে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশমনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম