সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৯
আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিনের সহযোগিতায় অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ
আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিনের সহযোগিতায় অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি শুক্রবার দক্ষিণ সুরমা কুচাই ইউনিয়নের তৈয়বকামাল এলাকায় হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রায় ২’শ পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
এডভোকেট মাওলানা আব্দুর রকিবের সভাপতিত্বে ও ডা. মো. নজরুল ইসলামের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান বলেন, প্রবাসীরা দেশের টানে প্রবাসে গিয়েও তাদের জন্মভূমিকে ভুলেন নি। তাই দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যেও তারা কাজ করে যাচ্ছেন। প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিনের সহযোগিতায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রশংসার দাবিদার। এ ধরনের কাজে অন্যান্য সামাজিক সংগঠনগুলো এবং বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় লোকজন কিছুটা হলেও সুবিধা ভোগ করতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মখছিলুর রহমান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, তৈয়ব কামাল হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সিলেটের ডাকের সিনিয়র সাংবাদিক আহমেদ সেলিম, শাহ আহমদ রব, আব্দুল মুমিন ছইল মিয়া, জুয়েল আহমদ, মাইন উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহরিয়ার হোসেন তানভীর। বিজ্ঞপ্তি
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি