পরিকল্পনামন্ত্রীর সাথে সিলেট জেলা প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

সিলেট জেলা প্রেসক্লাব

সিলেট জেলা প্রেসক্লাব

সোনালী সিলেট ডেস্ক ::: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাথে সিলেট জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের মান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যের ধারক সিলেট জেলা প্রেসক্লাবকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন মন্ত্রী।

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম, আলি আকবর কূহিনুর ও সাংবাদিক ছামির মাহমুদ।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম