সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯
সিলেটে আসার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫
সোনালী সিলেট ডেস্ক :::: বরযাত্রী নিয়ে সিলেটে আসার পথে একটি মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের কাছে বীরপাশায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫ জনের একজনকে হাসপাতালে নেয়ার পর ও অপর ৪ জন হাসপাতালে নেয়ার আগেই মারা যান বলে জানিয়েছেন মাধবপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান।
নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮), পরশ (২৫)।
এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- বর আশরাফুল ইসলাম (২৫), মুনতাসির (৩৫)। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত মুনতাসির জানান, তারা ঢাকার দক্ষিণ গোড়ার থেকে বরযাত্রী হয়ে সিলেট উপ-শহরে যাচ্ছিলেন। পথে দুপুর ২টার দিকে মাধবপুর পৌর শহরের কাছে বীরপাশায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাস ধুমড়ে-মুছড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মাধবপুর হাসপাতালে নিয়ে আসেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী এ খবর নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি