গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে ফরহাদ আহমদ(২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে এ লাশটি উদ্ধার কিরা হয়। উদ্ধারকৃত যুবক ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত তালন আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার মায়ের সাথে ঝগড়া করে ফরহাদ আহমদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সোমবার সকালে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখে পরিবার ও গোলাপগঞ্জ মডেল থানায় পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম