প্রবাসীদের সমস্যা সমাধানের পরিকল্পনা করছি : সিলেটে ইমরান আহমদ

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ

সোনালী সিলেট ডেস্ক ::: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘প্রবাসীদের যত সমস্যা আছে। সমাধান করার পরিকল্পনা করছি।’

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্য থেকে নারী শ্রমিকদের নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাত্র ২দিন হয়েছে দায়িত্ব নিয়েছি। ইতোমধ্যে এই বিষয় নিয়ে কথা হয়েছে। এর জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ারও পরিকল্পনা আছে। আশাকরি একটা সমাধান হবে।’

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবারই প্রথম সিলেট আসেন সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ। মাজার জিয়ারত শেষে তিনি নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম