সিলেট ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যানজট। যানজট নিরসনে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই যানজট সমস্যা সমাধানে সিলেট সিটি কর্পোরেশন খুব শীঘ্রই নগরীতে বাস সার্ভিস চালু করবে। এ ব্যাপারে দেশের অন্যতম গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নিটল টাটা এর সাথে আলোচনা চলছে। আমাদের এই নগরীর সব ধরনের সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন সরকার ও জনগণের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তিনি নগর উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
মেয়র আরিফ শনিবার দুপুরে নগরীর নাইওরপুলে নিটল মটরস লিমিটেড এর উদ্যোগে ও জালালাবাদ মটরস এর ব্যবস্থাপনায় দৃষ্টি নন্দন টাটা পিকআপ শো-রুম ও ৩দিন ব্যাপী গাড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, জালালাবাদ মটরসের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ, ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, নিটল মটরস লিমিটেডের সিইও মোস্তাক আহমদ, জি.এম সিরাজুল ইসলাম।
জালালাবাদ মটরস এর জি.এম জাহাঙ্গীর আহমদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক হিজকিল গুলজার, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান, ওয়াহিদুজ্জামান ভূট্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি গোলাপ হাদী সাইফুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, সিলেট জেলা পার্সেল সমিতির সভাপতি মানিকুজ্জামান চৌধুরী মানিক, জালালাবাদ মটরসের অন্যতম কর্ণধার তানভীর মুর্শেদ এহতেশাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, পরিবহন ব্যবসায়ী শামসুদ্দিন বাবুধন, নিটল মটরসের এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ আবু খায়ের আল রাসেল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দিন কাসেমী।
পরে ফিতা কেটে টাটা পিকআপ শো-রুম ও ৩দিন ব্যাপী গাড়ি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী সহ অতিথিবৃন্দ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি