সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
চলতি বছর প্রতিবন্ধীদের চাকুরী প্রাপ্তিতে অসমান্য অবদান ও সহযোগিতার জন্য চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড লাভ করেছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকাস্থ কৃষিবিদ ইন্সটিটিউশন কমপ্লেক্সে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‘বিবিডিএন চ্যাম্পিয়ন্স অব ডিজেবিলিটি ইনক্লুসিভ এমপ্লয়মেন্ট অ্যাওয়ার্ড’টি প্রদান করে বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ) ও বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেওয়ার্ক (বিবিডিএন)।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট চেম্বার অব কমার্সের ভূঁয়সী প্রশংসা করে বলেন, সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে এলে বাংলাদেশের প্রতিবন্ধীরা আর পিছিয়ে থাকবেনা।
চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার সবসময়ই সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৯ শতাংশ প্রতিবন্ধীকে পিছনে রেখে দেশের উন্নয়ন কষ্টসাধ্য। প্রতিবন্ধীরা কোনভাবেই দেশের বোঝা নয়, বরং সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে অংশীদার হতে পারে। তিনি সিলেট চেম্বারকে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার সুযোগ প্রদানের জন্য বিবিডিএন ও আইএলও-কে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিইএফ এর প্রেসিডেন্ট কামরান টি. রহমান, বিবিডিএন এর চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর মিঃ তৌমো পৌলটিআইনেন, বিবিডিএন’র কো-চেয়ারম্যান মোর্তেজা আর খান, সাদাফ সিদ্দিকী, ট্রাস্টি লায়লা রহমান কবির ও মনসুর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আব্দুর রহমান, আলহাজ্ব মোঃ আতিক হোসেন এবং বিবিডিএন, বিইএফ, আইএলও এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি