শ্রীমঙ্গলে ছেলের মৃত্যুর ৫ ঘন্টা পর বাবার মৃত্যু

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই দিনে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর পাঁচ ঘন্টা পর মারা যান বাবা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে মারা যান ছেলে দেবব্রত চৌধুরী বিলু (৪৭)। এর ৫ ঘন্টা পর মৃত্যুবরণ করেন বাবা অরুন চৌধুরী (৯৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর ছোট ভাই দেবব্রত চৌধুরী বিলু মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সাভারে এনাম মেডিকেলে হাসপাতালে মারা যান।

অপরদিকে রাজধানীর অপর একটি হাসপাতালে ৫ ঘণ্টার ব্যবধানে অয়ন চৌধুরীর পিতা অরুন চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা যান।

শোকসন্তপ্ত এ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম