সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে ঘাতক ট্রাক চালক।
নিহতরা হলেন-জেলার গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান পলাশ ও একই উপজেলার কলেজপাড়া গ্রামের মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ মশিউর রহমান পপেল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গোমস্তাপুর থেকে দুই মোটরসাইকেল আরোহী জেলা শহরে আসার পথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর হর্টিকালচার সেন্টার এলাকায় ট্রাকটিকে ওভারটেক করার সময় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি