ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

বিনোদন ডেস্ক :::  বলিউডে তারকাদের মধ্যে সোনালি বেন্দ্রে, ইরফান খানের পর এবার ক্যানসারে আক্রান্ত হয়েছেন হৃত্বিক রোশনের বাবা খ্যাতনামা পরিচালক রাকেশ রোশন। গলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। রাকেশ রোশনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তার ছেলে হৃত্বিক রোশন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবার সঙ্গে ছবি শেয়ার করে, সেখানে তার অসুস্থতার কথা জানান হৃত্বিক। পাশাপাশি এও জানান, তার বাবা রাকেশ রোশন ক্যানসারের প্রথম স্টেজে রয়েছেন। গত ২ সপ্তাহ আগে তার ক্যানসার ধরা পড়ে। সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু হয়। হৃত্বিক জানান, তার বাবা যথেষ্ঠ শক্ত মনের মানুষ।

তাই মনে জোর রেখে রাকেশ রোশন শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন হৃত্বিক।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম