সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
বিনোদন ডেস্ক :::: শীতকাল চলছে। নতুন বছরের দিনগুলো ভালোই কেটে যাচ্ছে। তবে এখনো শুটিং শুরু করিনি। অপেক্ষা করছি। কারণ আমি পুরনো ছবি দিয়ে নতুন বছর শুরু করতে চাই না। এটা আমার একটা ইচ্ছে। পুরনো ছবির শুটিং নতুন বছরের শুরুতে করব না। নতুন ছবির কাজ আগে একদিন হলেও করবো, তারপর পুরনো ছবির বাকি কাজ শেষ করব-কথাগুলো বলছিলেন ঢালিউডের জনপ্রিয় মুখ মাহিয়া মাহি।
দুই বাংলাতেই বেশকিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘অগ্নি টু’সহ বেশকিছু ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তবে এখন আর জাজে নেই মাহি। অবশ্য আবারো যদি তাকে নতুন কোনো ছবিতে কাজের প্রস্তাব দেয় জাজ, তাহলে কি সিদ্ধান্ত থাকবে এ অভিনেত্রীর? এর জবাবে তিনি বলেন, আপাতত তেমন কোনো ছবির প্রস্তাব আমি জাজ থেকে পাইনি। তবে এ সংস্থার ছবিতে কাজ করার সম্ভাবনা খুবই কম। অন্য ভালো প্রোডাকশনের নতুন ছবিতে হয়তো শিগগিরই কাজ শুরু করব। মাহি নতুন ছবির কাজ দিয়ে বছর শুরু করতে চান বলে তার কাছে জানতে চাওয়া হয় দুই-তিনমাসের মধ্যে যদি ব্যাটে-বলে এমন ছবি হাতে না পান, তাহলে কি করবেন? উত্তরে তিনি হেসে বলেন, দরকার হলে অপেক্ষা করব। নতুন বছরে নতুন কোনো ছবির শুটিংই আগে শুরু করতে চাই। সময় লাগলেও অপেক্ষা করবো। গত বছর নিজের অভিনীত ‘জান্নাত’, ‘মনে রেখো’ নামের ছবিগুলো মুক্তি পাওয়ার পর আশানুরুপ ফলাফল পান নি এই চিত্রনায়িকা। সেই বিষয়ে জানতে চাইলে বলেন, ‘জান্নাত’, ‘মনে রেখো’ ছবিগুলোর কাজ ভালো হলেও নানা কারণে আমি আশানুরুপ সাড়া পাইনি। তাই গত বছর পার্সোনাল লাইফ ভালো গেলেও ক্যারিয়ারের দিক দিয়ে সময়টা আমার ভালো যায়নি। তবে নতুন বছর নিয়ে আমি বেশ আশাবাদী। পুরো বছরে আমি একটা ছবি করলেও ক্লিক করার মতো ছবি করবো এবার। সেটা পুরো বছরজুড়ে একটা হলেও সমস্যা নেই। চলতি বছর মাহির ‘অন্ধকার জগত’, ‘অবতার’, ‘আনন্দ অশ্রু’, ‘মন দেবো মন নেবো’ নামের ছবিগুলো মুক্তি পাবে। তবে এসব ছবির মধ্যে কোনটি আগে মুক্তি পাবে জানতে চাইলে মাহি বলেন, ‘অন্ধকার জগত’, ‘অবতার’ ছবির শুটিং শেষ। ‘আনন্দ অশ্রু’-এর কিছু কাজ এখনো বাকি আছে। তবে কোন ছবিটি আগে মুক্তি পাবে সেটা আমি জানি না। এটা প্রযোজক-পরিচালকই ভালো বলতে পারবেন। নতুন মুখের বিপরীতে কাজ করছেন মাহি। বিশেষ করে ‘অবতার’ এবং ‘মন দেবো মন নেবো’ ছবিতে নতুন হিরোর বিপরীতে মাহিকে দর্শকরা দেখতে পাবেন। নতুন মুখের বিপরীতে কাজ করা নিয়ে কোনো শঙ্কা কাজ করে কি-না জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, না। ভালো প্রোডাকশন, প্রমোশন, ভালো বাজেট, ভালো নির্মাতা হলে নতুন হিরোর বিপরীতে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। তবে সবকিছু ঠিক থাকতে হবে। একটা সময় আমিও নতুন ছিলাম। অনেক চিত্রনায়িকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন এখন। মাহি কবে প্রযোজক হিসেবে কাজ শুরু করবেন? এর উত্তরে এই চিত্রনায়িকা বলেন, আমি এখন প্রযোজনা নিয়ে ভাবছি না। আপাতত অভিনয়ই ঠিকভাবে করে যেতে চাই। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছে এখন আমার নেই। নতুন বছরে নতুন ছবির কাজ শুরুর জন্যই অপেক্ষা করছি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি