সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রী সভায় ঠাই পাচ্ছেন না বিতর্কিত মন্ত্রী শাহজাহান খান। বরং সোমবার (৭ জানুয়ারি) নতুন মন্ত্রী সভার শপথের মধ্যদিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নিতে হতে পারে তাঁকে।
রোববার (৬ জানুয়ারি) আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রীপরিষদের নাম ঘোষণা করেন মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম। এসময় মন্ত্রীপরিষদের এ সচিব পূর্ণ মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপ-মন্ত্রী হিসেবে ৩ জনের নাম ঘোষণা করলেও এ তালিকায় ছিলো না শাহজাহান খানের নাম।
তবে মন্ত্রীপরিষদ সচিবের ঘোষিত এ তালিকায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা কারণে সমালোচিত শাহজাহান খানের নাম না থাকলেও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছে খালিদ মাহমুদ চৌধুরী নাম। এদিকে সচিব ঘোষিত তাকিলায় এ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর নাম এখনো অঘোষিত রাখা হয়েছে।
সম্মেলনে মোহাম্মদ শফিউল পূর্ণ মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে ৩ জনের নাম ঘোষণা করেছেন।
পূর্ণ ২৪ মন্ত্রী হচ্ছেন, আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধবিষয়ক) , ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আব্দুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র), হাছান মাহমুদ (তথ্য), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), দীপু মনি (শিক্ষা), এ কে আবদুল মোমেন (পররাষ্ট্র), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), টিপু মুনশি (বাণিজ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গণপূর্ত), মো. শাহাব উদ্দিন (পরিবেশ ও বন), বীর বাহাদুর ঊশৈ সিং (পার্বত্য চট্টগ্রামবিষয়ক), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি), নুরুল ইসলাম সুজন (রেলপথ), ইয়াফেস ওসমান—টেকনোক্র্যাট (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তাফা জব্বার—টেকনোক্র্যাট (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)।
১৯ জন প্রতিমন্ত্রী হচ্ছেন, কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসীকল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানি), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মাহবুব আলী (বিমান), শেখ মো. আবদুল্লাহ—টেকনোক্র্যাট (ধর্ম)।
৩ উপমন্ত্রী হচ্ছেন, হাবিবুন নাহার (পরিবেশ), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি