৪৬ জনের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: নতুন সরকারের মন্ত্রিসভার নাম আজ রোববার বিকাল পাঁচটায় ঘোষণা করা হবে।  এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।  তিনি নিজেই মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।
তিনি জানান, নতুন সরকারে ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এরমধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন। মন্ত্রিপরিষদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য বলে জানা গেছে।
এরই মধ্যে আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জুনাইদ আহমেদ পলক, আ হ ম মোস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, বীর বাহাদুর, গোলাম দস্তগীর গাজী, ড. আব্দুর রাজ্জাক, এম এ মান্নান, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, আ ক ম মোজ্জামেল হক, সাধন চন্দ্র মজুমদার, মোহাম্মদ শাহবুদ্দিন, ইমরান আহমেদ চৌধুরী, মোস্তাফা জব্বার ফোন পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম