সিলেট ১৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী জি কে গউছের বিরুদ্ধে এবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন শহরের ইনাতাবাদ এলাকার আব্দুর রহিম নামে এক ব্যক্তি। মামলায় জি কে গউছ ও তার ভাই জি কে গাফফারসহ বিএনপি’র ৪৪ জন নেতাকর্মীকে আসামী করা হয়। নির্বাচনের পর এনিয়ে জি কে গউছের বিরুদ্বে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা দায়ের করা হল।
মামলার বিবরণে প্রকাশ, গত ৩০ ডিসেম্বর (ভোটের দিন) রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্দেশে উল্লেখিত আসামীরা হবিগঞ্জ শহরের স্টাফকোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ হামলার ঘটনায় অংশ নেয় হবিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আবুল হাশিম, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায় হাফিজুল ইসলাম, টিপু আহমেদ, আমজাদ হোসেন মনিসহ একদল লোক।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি