পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

সোনালী সিলেট ডেস্ক ::: এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।  পরে পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।  নিহত নারীর নাম মিনা আক্তার (২৫)।  তার স্বামী সোহেল রানা ডিএমপির ভাটারা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তাদের একটি সন্তান রয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-ইমাম রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর ভাটারায় বাসা থেকে মিনার মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। নিহত নারীর গলাযয় দাগ রয়েছে। তার স্বামীর কাছে জানতে পেরেছি তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়।

একপর্যায়ে তার স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম