ফের সংসদ নেতা শেখ হাসিনা

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

ফের সংসদ নেতা শেখ হাসিনা

সোনালী সিলেট ডেস্ক ::: প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা তৃতীয়বারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে আওয়ামী লীগের সাংসদরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন। শপথের পর সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।

বৈঠক শেষে সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ জানান, সর্বসম্মতিক্রমে সভায় আওয়ামী লীগ সভানেত্রীকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। উনি সংসদ নেতা হিসেবে অত্যন্ত সফল।

এর আগে ২০০৯ সালে নবম সংসদ, ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা। ১৯৯৬ সালেও সপ্তম সংসদেরও তিনি এই ভূমিকায় ছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
6Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম