হবিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

হবিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জের বাহুবলে মোটর সাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় সাথে থাকা মোঘল চাঁদ (১৬) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হাবিবুর রহমান উপজেলার পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর পুত্র ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতের পরিবারের বরাত দিয়ে বাহুবল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, মিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পাশে অবস্থিত নিজ বাসা থেকে হাবিবুর রহমান তার বন্ধু মোঘল চাঁদকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে ঘুরতে বাহির হয়। এক পর্যায়ে সে নতুন বাজার এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম