সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯
সোনালী সিলেট ডেস্ক ::: নির্বাচনী সহিংসতায় গুলিতে আহত সাখাওয়াত হোসেন (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) মারা যায় সে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, রোববার ভোরের দিকে কুমিল্লার বড়ুরা উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে আসে। এর মধ্যে সাখাওয়াত হোসেন মারা যায়। নুরুজ্জামান প্রাথমিক চিকিৎসা নেয় ও দিদারুল (১৭) হাসপাতালে ভর্তি আছে।
সাখাওয়াতের ভাই ইমান হোসেন জানায়, ভোট কেন্দ্রের পাশে তাদের বাড়ি। রাতে মসজিদের মাইকে ঘোষণা দেয় কেন্দ্র আগুন লেগেছে। ঘটনা শুনে গ্রামের লোকজন আগুন নিভানোর জন্য গেলে তখন তিনজন গুলিবিদ্ধ হয়।
ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে চারজন আহত অবস্থায় ভর্তি আছে। তারা হলো, কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখর গ্রামের আতাউর রহমান(৪৮), নারায়নগঞ্জ সদরের দাসিরদিয়া গ্রামের শাহ আলম (৩০), বিবাড়িয়া সদর উপজেলার জগৎশাহ গ্রামের রাসেল (২৬), মুন্সিগঞ্জ সদর আটপাড়া গ্রামের শাহাবুদ্দিন (৬৬)।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি