আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি আজ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফোন করে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের নিরঙ্কুশ বিজয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  জানান, নেপালের প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ফোন করে গতকাল রোববার অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর দল এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, টেলিফোন আলাপকালে দুই প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরো জোরদারে দুটি দেশ এক সঙ্গে কাজ করবে বলে তারা আশাবাদ পুনর্ব্যক্ত করেন।

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৮ (বাসস)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম