সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত মূহুর্তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট মনোনীত প্রার্থী তথা নৌকা মার্কার প্রার্থীর চুড়ান্ত বিজয় সুনিশ্চিত করতে দলীয় তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রয়াস একান্ত প্রয়োজন। তাই অন্য কোনোদিকে না থাকিয়ে দলীয় প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের স্ব-স্ব অবস্থান থেকে সর্বোচ্ছ সাংগটনিক কার্যঐম পরিচালনা করতে হবে আর সে লক্ষে প্রথমে আপনার নিজ ঘড়ের-নিজ বাড়ী- নিজ আত্বীয় স্বজন – পাড়া/মহল্লা-গ্রাম/এলাকা ও নিজ সেন্টার এর নৌকার একান্ত নিশ্চিত সমর্থক ভোটারদের সাথে যোগাযোগ করে ভোটার লিষ্ট দেখে তাদের ভোটার নাম্বার ও কেন্দ্র পরিচিতি প্রদান করুন এবং ভোটের দিনের প্রথম প্রহরে সর্বোচ্চ বেলা ১১ঃ০০ ঘটিকার ভিতর তাদের ভোট প্রদান নিশ্চিত করুন। আপনার ঘনিষ্ঠ আত্মীয়- স্বজন ও আপনজন যাদের সাথে আপনার খুব ভাল সম্পর্ক এবং কর্মক্ষেএে আপনার সহকর্মী কিংবা বন্ধু যারা আপনার কথার সটিক মুল্যায়ন করবে সিলেট কিংবা সমর্গ্র দেশে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করুন তাদের সটিক সময়ের মধ্য নৌকায় ভোট প্রদান নিশ্চিত করুন…আপনার পাড়া মহল্লার- নিজ নিজ ভোট কেন্দ্রের মহিলা ভোটার- তরুণ ভোটারদের নৌকা মার্কায় ভোট প্রদানে উ্যসাহিত করুন এবং বয়োবৃদ্ধ পুরুষ- মহিলা ভোটারদের সাথে যোগাযোগ করে নৌকা মার্কার প্রদও যানবাহন দ্বারা ভোট কেন্দ্রে নিয়ে অত্যন্ত যতœ ও সম্মান সহকারে ভোট প্রদানের ব্যবস্হা ও নিশ্চয়তা প্রদান করুন। ছাএলীগ ও যুবলীগ টিম দ্বারা প্রতিটা কেন্দ্রে সর্বোচ্চ নিরাপওা ও মনিটরিং ব্যবস্হা কার্যঐম নিশ্চিত করুন কেউ ভোটারদের বলপ্রয়োগ করলে তা কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত আওয়ামীলীগ নেতৃব্ন্দকে অবহিত করে তাক্ষনিত ব্যবস্হা গ্রহন করুন। কোন কেন্দ্রে বিরোধীদের নাশকতা কিংবা বিশৃঙ্খলার কোন সূএ কিংবা সংবাদ পেলে তাক্ষনিক ভাবে দ্বায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন এবং নিজ এলাকার আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কার্যালয় ও দ্বায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করুন। তরুন ভোটারদের সাথে নিয়ে নৌকার সমর্থনে প্রতিটা কেন্দ্রে ভোট উ্যসব সৃষ্টি করুন। নারী ভোটারদের সর্বোচ্চ সম্মান-সেবা ও মর্যাদা দ্বারা তাদের শতভাগ ভোট প্রদান নৌকার পক্ষে নিশ্চিত করুন…মনে রাখবেন অন্য কারো দিকে না থাকিয়ে কিংবা শুধুমাত্র প্রাপ্ত দ্বায়িত্বের দিকে না থাকিয়ে এই সর্বশেয কয়েকটা ঘন্টার নিরলস পরিশ্রম নিশ্চিত করবে সারাদেশে নৌকা মার্কার বিপুল ভোটে বিজয় লাভ। দেশপ্রমিক ও স্বাধীনতার পক্ষের শক্তির এক যোগ্য দেশপ্রমিক সন্তান হিসেবে দেশ গড়ার সংগ্রামের নিবেদিত প্রাণ যুদ্ধা হিসেবে আপনি যদি কোন নেতৃবৃন্দের দ্বারা অবহেলারও স্বীকার হন মন খারাপ করে সরে যাবেন না মনে রাখবেন আমরা কেবল লড়ছি মাতৃভূমি প্রিয় বাংলাদেশ- দেশনেএী শেখ হাসিনা-আর উন্নয়নের প্রতিক দেশ গড়ার হাতিয়ার নৌকা মার্কার সুনিশ্চিত বিজয় নিশ্চিত করার লক্ষে। এটা বাংলাদেশে রক্ষা করার লড়াই- এটা উন্নত বাংলাদেশ গড়ার লড়াই আমি-আপনি-আমরা সবাই এই লড়াইয়ে সাহসী যুদ্ধা ও সৈনিক আর সাহসী যুদ্ধা ও সৈনিক বিজয় সুনিশ্চিত না করে ঘড়ে ফিরে না। নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশনা-আত্বায় বঙ্গবন্ধুর আদর্শ লালন ও ধারণ করুন প্রিয় আগামীর বাংলাদেশের সাহসী সাথী ও যুদ্ধা-জয় হউক স্বাধীনতার পক্ষের শক্তির-জয় হউক বাংলাদেশর- জয় হউক নৌকার…আপনাদের জন্য লাখো কোটি শ্রদ্ধা-দোয়া-ভালবাসা ও শুভকামনা মহান আল্লাহ আমাদের সহায় হউক…জয় হউক জননেএী শেখ হাসিনার। জয় বাংলা- জয় বঙ্গবন্ধু।। লিখকঃ মোঃ দিলোয়ার হোসেন। এাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা সম্পাদক (দক্ষিণ সুরমা উপজেলা ছাএলীগ.সিলেট)।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি