মুক্তাদিরের ধানের শীষের প্রধান কার্যালয় থেকে ৬ জনকে আটকের অভিযোগ

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষ প্রতীকের প্রধান কার্যালয়ে পুলিশ ও বিজিবি একসাথে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নুরে আলা কমিউনিটি সেন্টারে অবস্থিত কার্যালয়টি আইনশৃঙ্খলা ঘিরে রাখে বলেও তারা অভিযোগ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশ ও বিজিবির কয়েকটি গাড়ি নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাড়ায়। এরপর তারা নির্বাচনী কার্যালয়ের দুটি গেইটের একটি বন্ধ করে দেয়।

আটকের ব্যাপারে সিলেট মেট্রোপলিটনের শাহপরান (রা.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আমরা অভিযান চালিয়ে মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম