রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২ রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত: ৭:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: বুধবার (২৬ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে কদমতলীর শনির আখড়ার বিজয় সরণি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন হারুনুর রশিদ ও আবুল বাশার (৩০)। আবুল বাশার শ্যামপুরে ঢাকা মেস এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ট্রাকের চালক হাবিব জানান, তার ট্রাকে ইট বোঝাই করে বিজয় সরণি এলাকায় মাল ডেলিভারি দিতে আসেন। ইটগুলো নামানোর কাজ শেষ করেন আবুল বাশারসহ কয়েকজন শ্রমিক। ইট কিনেছিলেন হারুনুর রশিদ। মালগুলো নামানোর পর হারুনুর রশিদ তাঁদের ভাড়া দিয়ে দেন। এ সময় বাশার হারুনুর রশিদের কাছে বকশিশ চাইতে যান। তারা ট্রাকের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। ওই ট্রাক আরেকটি ত্রুটিপূর্ণ ট্রাক টেনে নিয়ে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই হারুনুর রশিদ নিহত হন। বাশারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালক পলাতক রয়েছেন বলে ওসি জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম