হবিগঞ্জে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক :::একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জে বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মোটরসাইকেলগুলো আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকা ও গভীর রাতে মোটরসাইকেল চলাচলসহ বিভিন্ন কারণে প্রায় অর্ধশতাধিক সাইকেল আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৩১ তারিখ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তবে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম