সম্মিলিতভাবে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো: মুক্তাদির

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক :::বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্বের বুকে বাংলাদেশের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বিভিন্ন ধর্মের-বর্ণের মানুষ হলেও আমরা পরস্পরের প্রতি সহনশীল এবং আন্তরিক। সিলেট হচ্ছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি। সম্মিলিতভাবে এই সম্প্রীতি রক্ষা করতে হবে। বিএনপি বরাবরই পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি দল। ভবিষ্যতে এর ধারা অব্যাহত রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিন উপলক্ষে নয়াসড়কস্থ প্রেস বিটারিয়ান চার্চ-এ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন এ সিলেট-১ আসনের এ প্রার্থী।

খন্দকার মুক্তাদির খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময়ের মাধ্যমে তার মঙ্গলবারের প্রচার অভিযানের সূচনা করেন। এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বী ছাড়াও তার সাথে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খ্রিস্টান মিশনারীজদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিপন মিজুম চাংমা, উইলসন গ্রে, রাজীব দাস ও ফিলিপ বিভাস।

বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, মহানগর উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, পেশাজীবী পরিষদ নেতা সাংবাদিক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, পেশাজীবী পরিষদ নেতা আব্দুল আউয়াল বারী, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, সাবেক ছাত্রদল নেতা জামিল আহমদ, ব্যবসায়ী আব্দুল হামিদ টিটু প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম