যশোরে প্রার্থীর গাড়ি থেকে আটক ৩ বিএনপি নেতা

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক :::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি থেকে স্থানীয় তিন নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া গার্লস স্কুলের সামনে থেকে ওই তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলেন- জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবু।

সেপ্টেম্বর মাসে দায়ের করা নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের জানায়।

ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম বলেন, প্রচারের জন্য আমি ইছালী ইউনিয়নে যাচ্ছিলাম। পাঁচবাড়িয়া গার্লস স্কুলের সামনে পুলিশ রাস্তায় ট্রাক রেখে ব্যারিকেড দিয়ে আমার গাড়ি বহরের পথ আটকায়। সেখানে র‌্যাব ও বিজিবির লোকও ছিল। ওখানে আমার গাড়ি থেকে তিন নেতাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

পরে যশোরের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল আউয়ালে কাছে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রচার যখন করতে দেবে না, তখন একটা কাজ করলেই পারে। সরকার থেকে আমাদের দলের উচ্চ পর্যায়ে বলে দিক, আমরা নির্বাচন করতে পারব না। আমরা কাজ করা বন্ধ করে দেব।

বিএনপি নেতাদের আটকের বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, সেপ্টেম্বর মাসে একটি নাশকতার মামলায় ওই তিনজনকে আটক করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম