সমাজসেবী খছরুজ্জামান আর নেই : শোক প্রকাশ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী,ক্রীড়া সংগঠক মো. খছরুজ্জামান খছরু আর নেই।  ইন্না………রাজিউন। সোমবার বিকেল ৩ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  ২ কন্যা সন্তানের জনক মো. খছরুজ্জামান খছরু দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভোগছিলেন। তিনি ৪ ভাইয়ের মধ্যে ২য়। মো. খছরুজ্জামান খছরু কদমতলী এলাকার মৃত সোনাহর আলীর ছেলে।  তাঁর এই অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।  সোমবার রাত ১০ টায় মরহুমের নামাজে জানাযা কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনু্িষ্টত হওয়ার পর তাকে চিরশায়ীত করা হয়। মো. খছরুজ্জামান খছরুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র(১) আলহাজ্ব তৌফিক বকস্ লিপন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল হক,সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হেলাল বকস্, সিলেট জেলা তাতীঁ লীগের আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম