ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সবুর (২৪) বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে ও জাহাঙ্গীর আলম (২৫) রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, রাতে রাণীশংকৈল উপজেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে সবুর ও জাহাঙ্গীর হালখাতার দাওয়াত দেওয়ার জন্য নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামে যাচ্ছিলেন। পথে গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই যুবক গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত দুইজনকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ মাহিন্দ্র ট্রাক্টরটি আটক করেছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম