সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক :::নিজ খরচে সিলেট এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন তিনি।
সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর শাহপরান (রহ.) ও বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। পরে দুপুর দুইটায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারের সদ্য হিসেবে সরকারি খরচে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ সুবিধা থাকলেও সেটি গ্রহণ না করে তিনি সিলেট এসেছেন নিজ খরচে।
এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেট এসে মাজার জিয়ারত, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলেও বক্তব্য রাখেন।
সিলেট থেকে নির্বাচনী প্রচারণা সকল রাজনৈতিক দলের রেওয়াজ হলেও এবার বঙ্গবন্ধুর কন্যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেও বাদ যায় নি সিলেট সফর। পুরনো রেওয়াজ অনুযায়ী মাজার জিয়ারতের মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামলেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে পুরো সিলেট নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গ্রহণ করা হয়েছে স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা। কয়েকটি সড়কে যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি