সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক ::: হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রেজা কিবিরয়ার পক্ষে প্রচারণা চালিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফুল হক ড. রেজা কিবরিয়ার পিতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি। এই মামলায় জেলও খেটেছেন তিনি।
কিবরিয়া হত্যা মামলায় জামিনে থা্কা আরিফ গত সিটি নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হন। আার আচমকা গণফোরামে যোগ দিয়ে নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হন ড. রেজা কিবরিয়া। রেজার পিতা আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে গ্রেনেড হামলায় খুন হন।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরের বিভিন্নস্থানে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে গণসংযোগ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী। নবীগঞ্জ শহরের ওসমানী রোড, শেরপুর রোড ও হাসপাতাল রোডে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, ছাত্রদল নেতা শেখ শিপন প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
এর আগে আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া, সদরাবাদ গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমার একাধিক সমর্থককে কোনো মামলা ছাড়াই গভীর রাতে ঘরের দরজা ভেঙে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ১৩ নভেম্বর দেওয়া সম্পূরক অভিযোগপত্র আরিফুল হক চৌধুরীকে আসামি করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি