সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক :::সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচাতে তাই জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আজ বিকেল ৫টায় সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামছে টাইগাররা।
মিরপুর টাইগারদের হোমগ্রাউন্ড এবং দীর্ঘদিনের চেনা। নিজেদের চেনা উইকেটের চরিত্র কেমন হবে তা আগে থেকে বলা মুশকিল। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সামনে চ্যালেঞ্জ শুধু ক্যারিবীয় পেসাররাই নয়, মিরপুরের উইকেটের রহস্যকে মোকাবেলা করতে হবে সাকিব আল হাসানের দলকে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে আগের টি-টোয়েন্টি সিরিজ থেকে। ৪ মাস আগে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে থেকে জিতেছিল বাংলাদেশ। সেবার খেলেছিল আবার আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচ ক্যারিবিয়ান অঞ্চলে খেলার পর বাকি দুটি খেলা হয়েছিল ফ্লোরিডায়। সেই সিরিজের মতো এবারও একই পরিস্থিতির সামনে সাকিবরা।
ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টির শুরুতে ধাক্কা খেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। যদিও শুরুর ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। সেন্ট কিটসের প্রথম ম্যাচ হারের পর ফ্লোরিডায় ঘুরে দাঁড়ানো বাংলাদেশেকে দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি