বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক :::বাগেরহাটে আওয়ামী লীগের একটি নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ইউনিয়নের সোতাল গ্রামে এ ঘটনা ঘটে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন শেখ সারহান নাসের তন্ময়। এই আসনে প্রতিদ্বন্দ্বী বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ঐক্যফ্রন্টের প্রার্থী এম এ সালাম।

ঐক্যফ্রন্টের প্রার্থীর বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ করা হলেও তিনি তা অস্বীকার করেছেন। পুলিশের হাতে এ ঘটনায় আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ আবুল খায়ের বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন পরিচালনার জন্য সোতাল গ্রামে একটি অস্থায়ী কার্যালয় নির্মাণ করা হয়। এই কার্যালয় থেকে বারুইপাড়া ইউনিয়নের কিছু অংশের নির্বাচন পরিচালিত হচ্ছিল। নির্বাচনী প্রচারণার কাজ শেষে বুধবার রাত ১টার দিকে সবাই কার্যালয় থেকে বেরিয়ে যায়। এরপর রাতের কোনো এক সময়ে জামায়াত বিএনপির সমর্থকরা অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভায়।

তিনি বলেন, আগুনে কার্যালয়ের বেড়াসহ পোস্টার, প্যানা ও বেশকিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি থানায় জানানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, বুধবার রাতের কোনো এক সময়ে সোতাল গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ের বেড়া, কাঠের একটি টেবিল, বেশকিছু প্লাস্টিকের চেয়ার ও পোস্টার পুড়ে গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্ট প্রার্থী এম এ সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুনের ঘটনায় তাদের দলের কোন নেতাকর্মী জড়িত নয়। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশের কাছে দাবি জানান সালাম।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম