সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক ::: গত আসরে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন জয়দেব উনাদকাট। এ বাঁহাতি পেসারকে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছিল ১১ কোটি ৫০ লক্ষ রূপির বিনিময়ে। এ আসরে স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেয় রাজস্থান রয়্যালস।
এবারের নিলামেও তাকে নিয়ে কম টানাটানি হয়নি। তার ভিত্তিমূল ছিল দেড় কোটি রূপি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লী ক্যাপ্টেন্স। এরপর বিড করে রাজস্থান রয়্যালস। সেখানে অংশ নেয় কিংস ইলিভেন পাঞ্জাবও। অবশেষে ৮ কোটি ৪০ লক্ষ রূপি দাম দিয়ে তাকে দলে টানতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস।
অবশ্য গত আইপিএলে খুব একটা ভালো করেননি উনাদকাট। ওভার প্রতি ৯.৬৫ গড়ে রান দিয়ে ১৫ ম্যাচে ৪৪.১৮ বোলিং গড়ে ১১ টি উইকেট শিকার করেন তিনি। তবুও তার ওপর আস্থা রেখেছে রাজস্থান রয়্যালস।
এবারের আইপিএলের নিলামে সবচেয়ে বড় চমক বরুণ চক্রবর্তী। তার নিলাম শুরু হয়েছিল মাত্র বিশ লক্ষ রূপি থেকে। দিল্লী ক্যাপটেনস এবং চেন্নাই সুপার কিংস প্রথমে নিলামে অংশ নেয়। ধীরে ধীরে চড়া হতে থাকে আর দাম। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সও অংশ নেয়। ৮ কোটি ৪০ লক্ষ দিয়ে এ স্পিনারকে দলে টানে কিংস ইলিভেন পাঞ্জাব।
সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানকেও দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। তার মূল্য ৭ কোটি ২০ লক্ষ রূপি।
এক নজরে আইপিএলের দশ দামী ক্রিকেটার :
১। জয়দেব উনাদকাট (ভারত) – রাজস্থান রয়্যালস- ৮ কোটি ৪০ লক্ষ রূপি
২। বরুণ চক্রবর্তী (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৮ কোটি ৪০ লক্ষ রূপি
৩। স্যাম কারান (ইংল্যান্ড)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৭ কোটি ২০ লক্ষ রূপি
৪। কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)- দিল্লী ক্যাপিটালস- ৬ কোটি ৪০ লক্ষ রূপি
৫। কার্লোস ব্র্যাথওয়েট (উইন্ডিজ)- কলকাতা নাইট রাইডার্স- ৫ কোটি রূপি
৬। অক্ষর প্যাটেল (ভারত)- দিল্লী ক্যাপিটালস- ৫ কোটি রূপি
৭। মোহিত শর্মা (ভারত)- চেন্নাই সুপার কিংস- ৫ কোটি রূপি
৮। শিভাম ডুবে (ভারত)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৫ কোটি রূপি
৯। মোহাম্মদ সামি (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৪ কোটি ৮০ লক্ষ রূপি
১০। প্রভসিমরান সিং (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৪ কোটি ৮০ লক্ষ রূপি
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি