সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট-১ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জাতিকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তারা উন্নয়নের সাইনবোর্ড ব্যবহার করে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল থাবা থেকে বাদ যায়নি দেশের শিক্ষা ব্যবস্থাও। ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা বলে তারা ঘরে ঘরে কোটি কোটি যুবককে বেকার করে দিয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগর গ্রামে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ পরবর্তী উঠান বৈঠকে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ন্যায্য দাবি চাইতে গেলে তরুণ শিক্ষার্থীদের উপর সরকারের নির্মমতা হাতুড়ি পেটা জাতি কখনো ভুলবে না। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে দেশে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী স্বদেশ গড়তে ধানের শীষে ভোট দিন।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা জঈনুদ্দিন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সহসভাপতি একেএম তারেক কালাম, মহানগর উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, বিএনপি নেতা দিলোয়ার হোসেন দিলু মেম্বার, জামায়াত নেতা মাওলানা আলতাবুর রহমান, মাওলানা ইস্কান্দার আলী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ।
সোবহানীঘাটে পথসভা: ধানের শীষের সমর্থনে নগরীর সোবহানীঘাট এলাকায় ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার রাতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ ইলিয়াস আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-১ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, পেশাজীবী নেতা সাংবাদিক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, বিএনপি নেতা জিয়াউর রহমান দিপন, জাকির হোসেন তালুকদার, সোহেল বাসিত, নিজাম উদ্দিন বাবুল, সালেক আহমদ, মুজিবুর রহমান, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, যুবদল নেতা তোফাজ্জল হোসেন রুমেল, ছাত্রদল নেতা মাসরুর রাসেল, সুদীপ চৌধুরী কৃষ্ণ, অর্জুন ঘোষ, বাদল আহমদ প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি