সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৫ই রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক ::: আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী শফি আহমদ চৌধুরীর সমর্থনে প্যারিসে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্সে বসবাসরত দক্ষিণ সুরমা-বালাগঞ্জ- ফেঞ্চুগঞ্জের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা ছাত্রদল নেতা সৈয়দ জালাস উহ্যমানের সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপি নেতা জাকারিয়া আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোমেল উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোর্শেদ আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম মাহমুদ আজম, তাজুল ইসলাম, রশিদ আহমদ, সুয়েব আহমদ, কফিল হোসেন, মাজেদুল ইসলাম জগলু, নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আবু বক্কর, আক্তার হোসেন, সামাদ হোসাইন, শালিখ আহমদ, জুয়েল আহমদ, রুবেল আহমদ ও সায়েদ হোসাইন আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১০ ডিসেম্বর থেকে থেকে তাদের জোটের নেতাকর্মীদের ওপর হয়রানির মাত্রা বেড়ে গেছে। এই আট দিনে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে ৯৫ টি মামলা করা হয়েছে। এসব মামলায় তাদের ২ হাজার ২৪১ জন নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু বর্তমান সরকারের নির্যাতনে ভয় না পেয়ে পিছু না হঠে জোটের প্রার্থীদের বিজয়ী করতে সারাদেশে দলের নেতা কর্মীরা কাজ করে চলেছেন। তেমনিভাবে সিলেট -৩ আসনে সাবেক এমপি শফি আহমদ চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বক্তারা এ সময় সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি