দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ ফয়েজ আহমেদ চৌধুরী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

সোমবার (১৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশিদ চত্বর থেকে তাকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, সোমবার রাতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ চৌধুরীকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটককৃত ফয়েজ জেলার জকিগঞ্জ থানার বাটুইশাইল গ্রামের হাফিজ আব্দুস সোবহান চৌধুরীর পুত্র।

আটকের পর ফয়েজকে উদ্ধারকৃত ইয়াবাসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ব্যাবের এ কর্মকর্তা

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম