পাকিস্তানি ব্যাংকের টাকা দিয়ে নির্বাচন করছেন মুক্তাদির, অভিযোগ মোমেনের

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করেছেন, পাকিস্তান ন্যাশনাল ব্যাংক থেকে বড় অংকের টাকা এনে নির্বাচনে কাজে লাগাচ্ছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমেন নগরীর কাইস্তরাইল, তোপখানা, কাজিরবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, আগামী ২২ তারিখ প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে মানুষের মনে প্রবল উৎসাহ রয়েছে। তার এই সফরের মাধ্যমে সিলেটে নৌকার জোয়ার আরও বেগবান হবে।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সকালে সদর উপজেলার খালিরগাও, মানসিনগর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভা করেন।

আওয়ামী লীগের পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রত্যাখান করে তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরাই তার প্রচারণার পোস্টার ছিঁড়ে প্রচারণায় বাধা সৃষ্টি করছে।

উল্ল্রখ্য, বৃষ্টির দিনেও সিলেটে প্রচার-প্রচারণায় কোন কমতি নেই।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম