যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক :::ছাতকে সাইদুল ইসলাম রাজু(৩৫) নামরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের সামছুন্নাহার আবাসিক এলাকায় বাসভবনের ২য় তলার একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি সামছুন্নাহার আবাসিক এলাকার বাসিন্দা ও জালালাবাদ থানার লালারগাঁও (চৌধুরী পাড়া)গ্রামের হুশিয়ার আলী রাধুর পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে নিজ ভবনের ২য় তলার একটি কক্ষের ভেন্টিলেটারের রডের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় স্ত্রী ও দু’সন্তান বাসায় ছিলেন না। সাইদুল ইসলাম রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখে তার পিতা হুশিয়ার আলী রাধু তাকে নামিয়ে প্রথমে ছাতক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম