সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানের সঙ্গে মতবিনিময় করেছেন সাংবাদিকরা। সোমবার দুপুরে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মতবিনিময়ে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা নতুন জেলা প্রশাসকের সামনে হবিগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযান, স্বাস্থ্যখাতে অনিয়ম, জলাবদ্ধতা, সুতাং নদীর বর্জ্য, বাঁধ সংস্কার, অবৈধ বালু উত্তোলনে অনিয়মসহ বিভিন্ন সমস্যা। পরে নতুন জেলা প্রশাসক ইসরাত জাহান পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের সামনে তুলে ধরতে হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি