সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) সিলেট শাখার ২০২১-২০২৩ সনের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা শনিবার রাতে নগরে মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী মো. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিউবো এর প্রধান প্রকৌশলী সুনীল কান্তি দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির, ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, সিলেট শাখার সভাপতি মো. নজরুল হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শেখ সাফায়েতুর রহমান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ডিপ্রকৌস সিলেট শাখার ২০২১-২০২৩ সনের কার্যনির্বাহী কমিটির পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহিম। শপথ বাক্য পাঠ করান আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান। সাংগঠনিক বক্তব্য রাখেন সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. জুবের খান, জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার সভাপতি মো. সুরমান আলী, সড়ক ও জনপদ ডিপ্রকৌস সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান, সিলেট সিটি কর্পোরেশন ডিপ্রকৌস এর সভাপতি মো. রুহুর আলম সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ডিপ্রকৌস এর অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. শাহজালাল। পবিত্র গীতা পাঠ করেন বকুল চন্দ্র চক্রবর্তী। বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি