সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
সোনালী সিলেট ডেস্ক
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
সভায় সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেট জেলার ব্যবসায়ী মহলের অভিভাবক। আমরা সিলেট চেম্বারের ছায়াতলে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি বলেন, সিলেট জেলায় পাঁচশত’র অধিক ফুল ব্যবসায়ী রয়েছেন। আমরা আজকের সভার মাধ্যমে সিলেট চেম্বারের কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করছি। তিনি ভবিষ্যতে ফুল ব্যবসায়ীদের যেকোন সমস্যা নিরসনে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটি ও সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানান এবং ফুল ব্যবসায়ীদের যেকোন সমস্যাবলী নিরসনে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্ভিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, মো. আমিনুজ্জামান জোয়াহির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রাছেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ দৌলত, উপদেষ্টা কল্লোল জ্যোতি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মাহবুব ডালি, সহ সাধারণ সম্পাদক আবুল খান, ধর্ম বিষয়ক সম্পাদক রঈছ উদ্দিন ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি