সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
গোয়াইনঘাট সংবাদদাতা
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার ঘটনাটি পুরোপুরি মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন এ মামলার ৩ সাক্ষী।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের ব্যবসায়ী মদরিছ আলী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজের স্বার্থ হাসিল না হওয়ায় গত ১৪ ফেব্রুয়ারি সিলেটের সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে মামলা করেন গোয়াইনঘাটের জাফলং নয়াবস্তি গ্রামের মুক্তিযোদ্ধা ইনছান আলী।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গোয়াইনঘাট থানার ওসিসহ ৯ জনের বিরোদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগটি এখনো আমলে নেয়নি সিলেটের সিনিয়র স্পেশাল দায়রাজজ আদালত। অভিযোগপত্রে ইনছান আলী অনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে স্বাক্ষী হিসেবে আমরা ৩জন মদরিছ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও ফয়জুল ইসলামকে স্বাক্ষি হিসেবেনাম ব্যবহার করা হলেও আমরা এ ব্যাপারে ঘুনাক্ষরেও অবগত নই।
সংবাদ সম্মেলনে মোবাইল ফোনে একাত্মতা পোষণ করেন ৫ নং সাক্ষী রিয়াজ উদ্দিন,১৪ নং সাক্ষী বাহার উদ্দিন ও ২০নং সাক্ষী জাকির হোসেন।
সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মামলার ৭ নং সাক্ষী মো. ফয়জুল ইসলাম ও ২৪ নং সাক্ষী মুক্তিযুদ্ধা আব্দুল জলিল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি