সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
জকিগঞ্জ সংবাদদাতা
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ভূমিহীন ও গৃহহীন পরিবারদের আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে এক যোগে দেশের সব আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর পরই সারাদেশের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫৫টি পরিবারের হাতে জমি ও গৃহের কাগজপত্র প্রদান করা হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মেহেদী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসেরসহ জকিগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ, খলাছড়া, বারঠাকুরী, কসকনকপুর ও কাজলসার ইউনিয়নের জনপ্রতিনিধিসহ উপকারভোগী ৫৫টি পরিবারের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসলিম মিয়া।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি