সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
টেকসই উন্নয়নে মানসম্পন্ন উৎপাদনের বিকল্প নেই। ক্রেতাদের দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালনে সর্বদা মানসম্পন্ন উৎপাদন সমুন্নত রাখবে বেঙ্গল সিমেন্ট। প্রাতষ্ঠানটির সঙ্গে জড়িত ডিলার এবং ব্যাবসায়ী, ক্রেতাদের চাহিদা বজায় রেখে আগামী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা ভোক্তাদের চাহিদা এবং মানের ওপর গুরুত্ব দিয়ে যাচ্ছি। সিলেটে বেঙ্গল সিমেন্ট’র বিক্রেতা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার (সিইও) আসাদুল হক সুফিয়ানী এসব কথা বলেন।
শনিবার বেলা ১১ টায় নগরের মেন্দিবাগ এলাকার অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
সম্মেলনে বেঙ্গল সিমেন্ট লিমিটেড’র ডিভিশনাল হেড (ঢাকা-৩) এর মো. আরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে মানসম্পন্ন সিমেন্ট উৎপাদন সংক্রান্ত ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রকৌশলী হুসাইন মো. মোক্তার। ডিলারদের পক্ষে বক্তব্য রাখেন মো. বেলাল উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চলনা করেন থৌদাম বৌলি ও সামিনা অর্ণা। বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি