সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
সিলেট সদরের হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদরাসাটি একাডেমিক এমপিওভুক্ত করার দাবি জানানো হয়েছে। শনিবার পররাষ্টমন্ত্রী ড.এ. কে আব্দুল মোমেন এমপি বরাবরে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
সিলেট সদর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে মন্ত্রীর হাতে এ স্মারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আফসর আহমদ, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ আজিজ আহমদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২০০০ সালে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর প্রচেষ্টায় মাদরাসাটি দাখিল পর্যন্ত এমপিওভূক্ত করা হয়। ২০২০ সালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপির প্রচেষ্টায় পাঁচ বছরের জন্য মাদরাসাটি আলিম পর্যন্ত একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। মাদরাসাটি হতদরিদ্র এলাকায় হওয়ায় জনসাধারনের অনুদানে পরিচালনা কষ্টসাধ্য। তাই মাদরাসাটির একাডেমিটি এমপিওভূক্ত করা একান্ত প্রয়োজন। আর এ দাবিতে মাদরাসার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি