সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
গোলাপগঞ্জের ঐতিহাসিক পূর্বরেঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদরাসার হিফজ বিভাগে ৩০ ও দাখিল বিভাগে ২৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান এম আব্দুল করিম আকবরীর সঞ্চালনায় ও নুরুল ইসলাম ময়না মিয়ার সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম, যুক্তরাজ্য প্রবাসী আলাউদ্দিন, ইউপি সদস্য দুদু মিয়া, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, হাবিবুর রহমান, ছালিক আহমদ, আলাউদ্দিন আলাই, মোহাম্মদ আরব আলী, বিশিষ্ট মুরব্বী হিরা মিয়া, লিয়াকত আলী। এছাড়া সিনিয়র সাংবাদিক মো. রুবেল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল, ছাত্র-শিক্ষক, অভিভাবক সহ বৃহত্তর নিমাদল-মদনগৌড়ি-দড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাদরাসার ১৯৯১সাল থেকে ২০২০সালের যাবতীয় হিসাব ও আয়-ব্যয় তুলে ধরেন মাদরাসা প্রধান এম আব্দুল করিম আকবরী। তাছাড়া সভায় সকলের সম্মতিক্রমে আলহাজ্ব সিরাজুল ইসলামকে সভাপতি ও দ্রাসা প্রধান এম আব্দুল করিম আকবরীকে সদস্য সচিব করে মোট ৭১সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা ও পরিচালনা কমিটি গঠন করা হয়। মাওলানা ইমাদ উদ্দিন নাসীরিকে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও হাফিজ সাদ উদ্দিনকে হিফজ বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়। পরে পূর্বরেঙ্গা রাহমানীয়া আকবরী দারুল ইসলাম এতিমখানা ও ডাঃ আব্দুর রহমান আদর্শ পাঠাগার ও ট্রাষ্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি