নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৫

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: মৌলভীবাজারে মহাজোটের প্রার্থী এম এম শাহীনের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় তার পাঁচজন সমর্থক আহত হন।

রোববার রাতে মৌলভীবাজারে-২ আসন কুলাউড়া উপজেলার ডুলিপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মনি মিয়া (২০), ছোট মিয়া (১৯), রাজু আহমদ(২০)। আহতদের উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকল্পধারা ও মহাজোট প্রার্থীর অভিযোগ বিএনপি-জামায়াত এ হামলা চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এএসআই মহিন উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তাদের অভিযোগ ধানের শীষের কর্মীরা ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম