সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
নগরীর ধোপা দিঘীরপার দখল করে নির্মিত একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন।
রোববার সকাল থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অর্ধশতাধিক স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
সিসিক সূত্র জানায়, ধোপাদিঘীর পূর্ব পাড় দীর্ঘদিন থেকে ভুমিখেকো চক্রের দখলে রয়েছে। এমনকি তারা দিঘী এবং সরকারি জায়গার উপর ছোট-বড় বিল্ডিং ও দোকানপাট তৈরি করে ব্যবসা পরিচালনা করছে।
বিষয়টি নজরে আসলে গত নির্বাচনের আগে সিটি কর্পোরেশনের প থেকে তাদেরকে নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার দীর্ঘ দিন অতিবাহিত হলেও দখলদাররা জায়গা ছাড়েনি। অভিযানে অবৈধ দখলদারদের সময় দেয়ার পরও যারা মালামাল সরাননি তাদের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযান শেষে সেখানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মহানগরবাসীর আশা প্রত্যাশা পূরণের জন্য নগরবাসী আমাকে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত করেছেন। এ কারণে আমার কাছে নগরবাসীর আসা-প্রত্যাশা আগের চেয়ে অনেক বেড়েছে। নগরবাসীর আশা-প্রত্যাশা পূরণ করতেই কাজ শুরু করেছি।
এেেত্র নগরবাসীর সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি আরো বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। মেয়র বলেন, একটি আধুনিক ও নতুন সিলেট গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। তবেই কাঙ্খিত মহানগর উপহার দেয়া সম্ভব ।
মেয়র জানান, উচ্ছেদ হওয়া জায়গার উপর ভারতীয় হাইকমিশনার সহযোগিতায় ধোপাদিঘীকে খনন করে এর পাশে ওয়াকওয়েসহ সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়ে গেলে কিছুদিনের মধ্যে ধোপাদিঘী খননের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
অভিযানে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আব্দুল আজিজ, প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি