সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সীমান্তের শূন্য রেখায় ভারতের রাজনৈতিক দল বিজেপির একটি অফিস করার সিদ্ধান্ত নিলে আপত্তি জানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি। ফলে পতাকা বৈঠকের মাধ্যমে নির্মাণ বন্ধ করার কথা জানিয়েছে বিএসএফ। এর আগে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার দুপুরে পতাকা বৈঠকে বিএসএফ শূন্য রেখায় সেই স্থাপনা নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত জানালে বাহিনী দুটির মধ্যে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বখর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তের শূন্যরেখায় বিজেপির থাকা একটি টিনের অফিস পাকা করার কাজ শুরু করে দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সেখানে ঘর নির্মাণে বাধা দেয় বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের আহ্বান করেন। এর পর
শুক্রবার দুপুরে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। বৈঠকে বিজিবি ছয় সদস্যের প্রতিনিধিত্বে নেতৃত্ব দেন তিনি।
তিনি আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপি তাদের অফিস ঘরটি পাকা করবে না। সিদ্ধান্তের পর সীমান্তের উত্তেজনা কমেছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি